আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৯- আযান-ইকামতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৭৮৭
৫০৭. সিজদার তাকবীর পূর্ণভাবে বলা।
৭৫১। আমর ইবনে আওন (রাহঃ) ......... ইকরিমা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মাকামে (ইবরাহীমের নিকট) এক ব্যক্তিকে দেখলাম যে, প্রতিবার উঠা ও ঝুঁকার সময় এবং দাঁড়ানো ও বসার সময় তাকবীর বলছেন। আমি ইবনে আব্বাস (রাযিঃ)-কে একথা জানালে তিনি বললেন, তুমি মাতৃহীন হও*, একি রাসূলুল্লাহ (ﷺ) এর নামায নয়?
*এটা তিরস্কার স্বরূপ বলা হয়েছে, খারাপ উদ্দেশ্যে নয়।
*এটা তিরস্কার স্বরূপ বলা হয়েছে, খারাপ উদ্দেশ্যে নয়।
