আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৯- আযান-ইকামতের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৭৭৬
৪৯৮. শেষ দু’রাকআতে সূরা ফাতিহা পড়া।
৭৪০। মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ......... আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) যোহরের প্রথম দু’রাক'আতে সূরা ফাতিহা ও দু’টি সূরা পড়তেন এবং শেষ দু’রাক'আতে সূরা ফাতিহা পাঠ করতেন এবং তিনি কোন কোন আয়াত আমাদের শোনাতেন, আর তিনি প্রথম রাক'আতে যতটুকু দীর্ঘ করতেন, দ্বিতীয় রাক'আতে ততটুকু দীর্ঘ করতেন না। এরূপ করতেন আসরে এবং ফজরেও।

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, রসূলুল্লাহ স. ফরয নামাযের প্রথম দু’রাকাত ব্যতীত অন্য রাকাতগুলোতে শুধু ছূরা ফাতিহা পড়তেন।

এ হাদীস থেকে এটিও প্রমাণিত হয় যে, রসূলুলস্নাহ স. প্রত্যেক ফরয নামাযের প্রথম রাকাত দ্বিতীয় রাকাতের তুলনায় লম্বা করতেন। অতএব, এটাই সুন্নাত এবং উত্তম পদ্ধতি। এখানে নমুনা হিসেবে তিন ওয়াক্ত নামাযের বর্ণনা পেশ করা হয়েছে। এটাই হানাফী মাযহাবের মত।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন