আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৯- আযান-ইকামতের অধ্যায়
হাদীস নং: ৭৩১
আন্তর্জাতিক নং: ৭৬৭
৪৯১. ইশার নামাযে সশব্দে কিরাআত।
৭৩১। আবুল ওয়ালীদ (রাহঃ) ......... আদী (ইবনে সাবিত) (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বারা' (রাযিঃ) থেকে শুনেছি যে, নবী (ﷺ) এক সফরে ইশার নামাযের প্রথম দু’রাক'আতের এক রাক'আতে সূরা والتين والزيتون পাঠ করেন।
باب الْجَهْرِ فِي الْعِشَاءِ
767 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيٍّ، قَالَ: سَمِعْتُ البَرَاءَ: " أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي سَفَرٍ فَقَرَأَ فِي العِشَاءِ فِي إِحْدَى الرَّكْعَتَيْنِ: بِالتِّينِ وَالزَّيْتُونِ "
হাদীসের ব্যাখ্যা:
মুক্তাদী কর্তৃক ইমামের ইশার নামাযের কিরাত শ্রবণ করা থেকে প্রমাণিত হয় যে, রসূলুল্লাহ স. ইশার নামাযে সশব্দে কুরআন পাঠ করেছেন। এ আমলের ব্যতিক্রম তিনি কখনো করেছেন মর্মে প্রমাণ পাওয়া যায়নি। অতএব, ইশার নামাযে ইমামের জন্য উচ্চস্বরে কুরআন পড়া জরুরী।
