আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৯- আযান-ইকামতের অধ্যায়

হাদীস নং: ৭২৮
আন্তর্জাতিক নং: ৭৬৪
৪৯০. মাগরিবের নামাযে কিরাআত।
৭২৮। আবু আসিম (রাহঃ) ......... মারওয়ান ইবনে হাকাম (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা যায়দ ইবনে সাবিত (রাযিঃ) আমাকে বললেন, কি ব্যাপার, মাগরিবের নামাযে তুমি যে কেবল ছোট ছোট সূরা তিলাওয়াত কর? অথচ আমি নবী (ﷺ) কে দু’টি দীর্ঘ সূরার মধ্যে দীর্ঘতমটি থেকে পাঠ করতে শুনেছি।*

*অপেক্ষাকৃত দুটি দীর্ঘতম সূরা দ্বারা সূরা আ'রাফ ও সূরা আন'আমকে বুঝানো হয়েছে। আর এ দুটির মধ্যে দীর্ঘতম হল সূরা আ'রাফ।
باب الْقِرَاءَةِ فِي الْمَغْرِبِ
764 - حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ مَرْوَانَ بْنِ الحَكَمِ، قَالَ: قَالَ لِي زَيْدُ بْنُ ثَابِتٍ: «مَا لَكَ تَقْرَأُ فِي المَغْرِبِ بِقِصَارٍ، وَقَدْ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ بِطُولَى الطُّولَيَيْنِ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ৭২৮ | মুসলিম বাংলা