আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৯- আযান-ইকামতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৭৬৩
৪৯০. মাগরিবের নামাযে কিরাআত।
৭২৭। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মুল ফযল (রাযিঃ) তাঁকে وَالْمُرْسَلاَتِ عُرْفًا সূরাটি তিলাওয়াত করতে শুনে বললেন, বেটা! তুমি এ সূরা তিলাওয়াত করে আমাকে স্মরণ করিয়ে দিলে, রাসূলুল্লাহ (ﷺ)-কে মাগরিবের নামাযে এ সূরাটি পড়তে শেষবারের মত শুনেছিলাম।
