আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১- ঈমানের অধ্যায়

হাদীস নং: ১৭৮
আন্তর্জাতিক নং: ৯৫-৩
৪১. যে কাফির ব্যক্তি ’لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ’ বলল, তাকে হত্যা করা হারাম
১৭৮। হারামালা ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... মিকদাদ ইবনে আমর ইবনে আসওয়াদ আল কিন্দী (রাযিঃ) যিনি বনী যোহরার মিত্র এবং বদরের যুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে হাযির ছিলেন তার থেকে বর্ণিত। তিনি আরয করলেন, ইয়া রাসুলাল্লাহ! আমি যদি (যুদ্ধের ময়দানে) কোন কাফিরের সমুখীন হই। বাকি অংশ লাঈস বর্ণিত হাদীসের অনুরূপ।
باب تَحْرِيمِ قَتْلِ الْكَافِرِ بَعْدَ أَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ
وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ اللَّيْثِيُّ، ثُمَّ الْجُنْدَعِيُّ أَنَّ عُبَيْدَ، اللَّهِ بْنَ عَدِيِّ بْنِ الْخِيَارِ أَخْبَرَهُ أَنَّ الْمِقْدَادَ بْنَ عَمْرِو بْنِ الأَسْوَدِ الْكِنْدِيَّ - وَكَانَ حَلِيفًا لِبَنِي زُهْرَةَ وَكَانَ مِمَّنْ شَهِدَ بَدْرًا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم - أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ لَقِيتُ رَجُلاً مِنَ الْكُفَّارِ ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ اللَّيْثِ .

হাদীসের ব্যাখ্যা:

এ হাদিসের ব্যাখ্যার জন্য - ১৭৬ নং হাদীসের ব্যাখ্যা দেখুন।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)