আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৯- আযান-ইকামতের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৭৫৯
৪৮৮. যোহরের নামাযে কিরাআত পড়া।
৭২৩। আবু নু’আইম (রাহঃ) ......... আবু কাতাদাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) যোহরের প্রথম দু’রাক'আতে সূরা ফাতিহার সাথে আরও দু’টি সূরা পাঠ করতেন। প্রথম রাক'আতে দীর্ঘ করতেন এবং দ্বিতীয় রাক'আতে সংক্ষেপ করতেন। কখনো কোন আয়াত শুনিয়ে পড়তেন। আসরের নামাযেও তিনি সূরা ফাতিহার সাথে অন্য দু’টি সূরা পড়তেন। প্রথম রাক'আতে দীর্ঘ করতেন। ফজরের প্রথম রাক'আতেও তিনি দীর্ঘ করতেন এবং দ্বিতীয় রাক'আতে সংক্ষেপ করতেন।

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকেও প্রমাণিত হয় যে, রসূলুল্লাহ স. প্রত্যেক ফরয নামাযের প্রথম রাকাত দ্বিতীয় রাকাতের তুলনায় লম্বা করতেন। অতএব, এটাই সুন্নাত এবং উত্তম পদ্ধতি। এখানে নমুনা হিসেবে তিন ওয়াক্ত নামাযের বর্ণনা পেশ করা হয়েছে। এটাই হানাফী মাযহাবের মত।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন