আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৯- আযান-ইকামতের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৭৫৮
৪৮৮. যোহরের নামাযে কিরাআত পড়া।
৭২২। আবু নু’মান (রাহঃ) ......... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত যে, সা’দ (রাযিঃ) বলেন, আমি তাদেরকে নিয়ে বিকালের দু’নামায (যোহর ও আসর) রাসূলুল্লাহ (ﷺ) এর নামাযের ন্যায় আদায় করতাম। এতে কোন ত্রুটি করতাম না। প্রথম দু’রাক'আতে কিরাআত দীর্ঘায়িত এবং শেষ দু’রাক'আতে তা সংক্ষিপ্ত করতাম। উমর (রাযিঃ) বলেন, তোমার সম্পর্কে এইরূপই ধারণা।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন