আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৯- আযান-ইকামতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৭৫৩
৪৮৬. নামাযের মধ্যে কোন কিছু ঘটলে বা কোন কিছু দেখলে বা কিবলার দিকে থুথু দেখলে, সে দিকে তাকান।
সাহল (র.) বলেছেন, আবু বকর (রাযিঃ) তাকালেন এবং নবী (ﷺ)-কে দেখলেন।
সাহল (র.) বলেছেন, আবু বকর (রাযিঃ) তাকালেন এবং নবী (ﷺ)-কে দেখলেন।
৭১৭। কুতাইবা (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) লোকদের সামনে দাঁড়িয়ে নামায আদায় করছিলেন, এমতাবস্থায় মসজিদে কিবলার দিকে থুথু দেখতে পেয়ে তা পরিস্কার করে ফেললেন। তারপর তিনি নামায শেষ করে বললেনঃ তোমাদের কেউ যখন নামাযে থাকে, তখন আল্লাহ্ তার সামনে থাকেন। কাজেই নামাযে থাকা অবস্থায় কেউ সামনের দিকে থুথু ফেলবে না।
মুসা ইবনে ইকবা ও ইবনে আবু রাওয়াদ (রাহঃ)ও নাফি’ (রাহঃ) থেকে হাদীসটি বর্ণনা করেছেন।
মুসা ইবনে ইকবা ও ইবনে আবু রাওয়াদ (রাহঃ)ও নাফি’ (রাহঃ) থেকে হাদীসটি বর্ণনা করেছেন।
