আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৯- আযান-ইকামতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৭৪৩
৪৮১. তাকবীরে তাহরীমার পরে কি পড়বে।
৭০৭। হাফস্ ইবনে উমর (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ), আবু বকর (রাযিঃ) এবং উমর (রাযিঃ) الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ দিয়ে নামায শুরু করতেন।
