আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৮২- কুরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে গ্রহণ ও অনুসরণের বর্ণনা
হাদীস নং: ৬৮০৮
আন্তর্জাতিক নং: ৭৩০৬
৩০৮০. বিদআতের প্রবর্তকদের আশ্রয়দানকারীর অপরাধ। আলী (রাযিঃ) নবী (ﷺ) থেকে এ মর্মে একটি হাদীস বর্ণনা করেছেন।
৬৮০৮। মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ......... আসিম (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস (রাযিঃ) কে জিজ্ঞাসা করলাম যে, নবী (ﷺ) কি মদীনাকে হারাম (সংরক্ষিত এলাকা) হিসাবে ঘোষণা করেছিলেন। উত্তরে তিনি বললেনঃ হ্যাঁ, অমুক স্থান থেকে অমুক স্থান পর্যন্ত। এ এলাকার কোন গাছ কাটা যাবে না, আর যে ব্যক্তি এখানে বিদআত সৃষ্টি করবে তার উপর আল্লাহ তাআলা, ফিরিশতা ও সকল মানব সম্প্রদায়ের লানত।
আসিম বলেনঃ আমাকে মুসা ইবনে আনাস বলেছেন, বর্ণনাকারী أَوْ آوَى مُحْدِثًا 'কিংবা বিদআত সৃষ্টিকারীকে আশ্রয় দেয়' বলেছেন।
আসিম বলেনঃ আমাকে মুসা ইবনে আনাস বলেছেন, বর্ণনাকারী أَوْ آوَى مُحْدِثًا 'কিংবা বিদআত সৃষ্টিকারীকে আশ্রয় দেয়' বলেছেন।
باب إِثْمِ مَنْ آوَى مُحْدِثًا رَوَاهُ عَلِيٌّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
7306 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، حَدَّثَنَا عَاصِمٌ، قَالَ: قُلْتُ لِأَنَسٍ: أَحَرَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ؟ قَالَ: «نَعَمْ، مَا بَيْنَ كَذَا إِلَى كَذَا، لاَ يُقْطَعُ شَجَرُهَا، مَنْ أَحْدَثَ فِيهَا حَدَثًا فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ» ، قَالَ عَاصِمٌ: فَأَخْبَرَنِي مُوسَى بْنُ أَنَسٍ أَنَّهُ قَالَ: «أَوْ آوَى مُحْدِثًا»
