আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৯- আযান-ইকামতের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৭১৫
৪৬১. ইমামের সন্দেহ হলে মুক্তাদীদের মত গ্রহণ করা।
৬৮০। আবুল ওয়ালীদ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যোহরের নামায দু’রাক'আত পড়লেন। তাঁকে বলা হল, আপনি দু’রাক'আত নামায আদায় করেছেন। তখন তিনি আরও দু’রাক'আত নামায আদায় করলেন এবং সালাম ফেরানোর পর দুটি সিজদা করলেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন