আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৯- আযান-ইকামতের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৭১৪
৪৬১. ইমামের সন্দেহ হলে মুক্তাদীদের মত গ্রহণ করা।
৬৭৯। আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) দু’রাক'আত আদায় করে নামায শেষ করে ফেললেন। যুল-ইয়াদাইন (রাযিঃ) তাঁকে বললেন, ইয়া রাসূলাল্লাহ! নামায কি কম করা হয়েছে? না আপনি ভুলে গেছেন? রাসূলুল্লাহ (ﷺ) (অন্যদের লক্ষ করে) বললেনঃ যুল-ইয়াদাইন কি ঠিকই বলছে? সাহাবীগণ বললেন, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়ালেন এবং আরও দু’রাক'আত নামায আদায় করলেন, তারপর সালাম ফিরালেন এবং তাকবীর বলে স্বাভাবিক সিজদার মত অথবা তার চাইতে দীর্ঘ সিজদা করলেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন