মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৫৬১
আন্তর্জাতিক নং: ৭০৯৭
পবিত্রতা অর্জন
(৩৩) পরিচ্ছেদঃ পানি পাওয়া না গেলে স্ত্রী সঙ্গম করা ও তায়াম্মুম করার অনুমতি আর পানি পাওয়া গেলে তায়াম্মাম বাতিল হয়ে যাওয়া প্রসঙ্গে
(৫৬১) আমর ইবন্ শোয়াইব তাঁর বাবার সূত্রে তাঁর দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, এক লোক রাসূল (ﷺ)-এর কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! কোন লোক মরুভূমির মধ্যে দূরে চলে যান। সে পানি ব্যবহারের সুযোগ পায় না। সে কি এমতাবস্থায় তার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হতে পারে? (রাসূল (ﷺ) বললেন, হ্যাঁ, পারে।
كتاب الطهارة
(33) باب الرخصة فى الجماع والتيمم لعادم الماء وبطلان التيمم بوجوده
(561) عن عمرو بن شعيب عن أبيه عن جدِّه قال جاء رجلٌ إلى النَّبيِّ صلى الله عليه وسلم فقال يا رسول الله الرَّجل يغيب لا يقدر على الماء أيجامع أهله؟ قال نعم

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخرجه) قال الهيثمي رواه أحمد وفيه الحجاج بن أرطاة وفيه ضعف، ولا يتعمد الكذب

[হাইসুমী বলেন, হাদীসটি আহমদ ইবন্ হাম্বল বর্ণনা করেছেন। তার সনদে হাজ্জাজ ইবন্ আরতাত নামক এক লোক আছেন । তিনি রাবী হিসেবে দুর্বল ।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান