মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৫৫৮
আন্তর্জাতিক নং: ৩০৫৬
পবিত্রতা অর্জন
(৩২) পরিচ্ছেদঃ কোন আঘাতের কারণে বা ঠাণ্ডার কারণে পানি পাওয়া সত্ত্বেও জানাবত সম্পন্ন ব্যক্তি কর্তৃক তায়াম্মুম করা
ইবন্ আব্বাস (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ)-এর যুগে এক লোক আঘাত পেলেন। তখন লোকটিকে গোসল করার জন্য আদেশ করা হলো। (লোকটি গোসল করলে) মারা যায়। এ খবর রাসূল (ﷺ)-এর কাছে পৌঁছলে রাসূল (ﷺ) বলেন, তারা তাকে হত্যা করেছে, আল্লাহ তাদের হত্যা করুন। অজ্ঞরা কি প্রশ্ন করে জেনে নিতে পারতো না?
كتاب الطهارة
(32) باب في تمم الجنب للجرح أو لخوف البرد مع وجود الماء
(15) عن ابن عبَّاس رضى الله عنهما أنَّ رجلًا أصابه جرح في عهد رسول الله صلى الله عليه وسلم فامر بالاغتسال فمات فبلغ ذلك النَّبيَّ صلى الله عليه وسلم فقال قتلوه قتلهم الله ألم يكن شفاء العيىِّ السؤال
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخرجه) (جه) و (د) من حديث جابر بن عبد الله بأطول من هذا، قال في التنقيح ورواه أيضًا الدارقطنى والبيهقى وضعفاه، لكن قد تعاضدت طرق حديث الباب فصلح للاحتجاج به ولذا صححه ابن السكن
[ইবন্ মাজাহ্ আবূ দাউদ, দারু কুতনী ও বাইহাকী কর্তৃক বর্ণিত। ইবন্ হাসান হাদীসটি সহীহ্ বলে মন্তব্য করেন।]
[ইবন্ মাজাহ্ আবূ দাউদ, দারু কুতনী ও বাইহাকী কর্তৃক বর্ণিত। ইবন্ হাসান হাদীসটি সহীহ্ বলে মন্তব্য করেন।]