মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৫৫২
আন্তর্জাতিক নং: ৭৬৩
পবিত্রতা অর্জন
(৩০) অধ্যায়ঃ তায়াম্মুমের জন্য ওয়াক্ত শুরু হওয়া শর্ত এবং যেসব জিনিস দ্বারা তায়াম্মুম করা যায়
আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, আমাকে এমন সব জিনিস দান করা হয়েছে যা অপর কোন নবীকে দান করা হয় নি। তখন আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ তা কি? তিনি বললেন, আমাকে শত্রুর মনে ভীতি সৃষ্টির মাধ্যমে সাহায্য করা হয়েছে। আমাকে পৃথিবীর চাবি দান করা হয়েছে। আমার নাম আহমদ রাখা হয়েছে। আমার জন্য মাটিকে পবিত্র করা হয়েছে। আমার উম্মতকে শ্রেষ্ঠ উম্মত করা হয়েছে।
كتاب الطهارة
(30) باب اشتراط دخول الوقت للتيمم وما يتيمم به
(9) عن عليّ رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت ما لم يعط أحد من الأنبياء، فقلنا يا رسول الله ما هو؟ قال نصرت بالرُّعب، وأعطيت مفاتيح الأرض وسمِّيت أحمد وجعل التُّراب لي طهورًا، وجعلت أمِّتي خير الأمم
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخريجه) (هق) وحسنه الهيثمى فى مجمع الزوائد وصحته الحافظ السيوطى
[বাইহাকী কর্তৃক বর্ণিত । হাইসুমী হাদীসটি হাসান ও সুয়ূতী হাদীসটি সহীহ্ বলে মন্তব্য করেছেন ।]
[বাইহাকী কর্তৃক বর্ণিত । হাইসুমী হাদীসটি হাসান ও সুয়ূতী হাদীসটি সহীহ্ বলে মন্তব্য করেছেন ।]