মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৫৫১
আন্তর্জাতিক নং: ৭৪০৩
পবিত্রতা অর্জন
(৩০) অধ্যায়ঃ তায়াম্মুমের জন্য ওয়াক্ত শুরু হওয়া শর্ত এবং যেসব জিনিস দ্বারা তায়াম্মুম করা যায়
আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, আমাকে তাৎপর্যপূর্ণ বক্তব্যাবলী দেয়া হয়েছে। আর আমার জন্য গোটা পৃথিবীকে নামাযের স্থান ও পবিত্র হবার উপাদান করা হয়েছে।
كتاب الطهارة
(30) باب اشتراط دخول الوقت للتيمم وما يتيمم به
(8) عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوتيت جوامع الكلم وجعلت لي الأرض مسجدًا وطهورًا
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخرجه) (م. مذ)
[মুসলিম ও তিরমিযী কর্তৃক বর্ণিত ।]
[মুসলিম ও তিরমিযী কর্তৃক বর্ণিত ।]