মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৫৫০
আন্তর্জাতিক নং: ২২১৩৭
পবিত্রতা অর্জন
(৩০) অধ্যায়ঃ তায়াম্মুমের জন্য ওয়াক্ত শুরু হওয়া শর্ত এবং যেসব জিনিস দ্বারা তায়াম্মুম করা যায়
আবূ উমামা (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেছেন, গোটা পৃথিবী আমার ও আমার উম্মতের জন্য নামায পড়ার স্থান ও পাক পবিত্র হবার উপাদান করা হয়েছে। আমার উম্মতের যে কোন লোকের যেখানেই নামাযের সময় হবে তখন তার সাথে থাকবে তার নামাযের স্থান এবং তার পবিত্র হবার উপাদান।
كتاب الطهارة
(30) باب اشتراط دخول الوقت للتيمم وما يتيمم به
(7) عن أبي أمامة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال جعلت الأرض لي كلّها ولأمَّتي مسجدًا وطهورًا، فأينما أدركت رجلًا من أمَّتي الصَّلاة
فعنده مسجده وعنده طهوره
فعنده مسجده وعنده طهوره
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخريجه) لم أقف عليه ورجاله كلهم ثقاب إلا سيارًا الأموى وهو صدوق والحديث له بقية تأتى ان شاء الله تعالى فى باب فضائل النبى صلى الله عليه وسلم فى آخر القسم الثانى من كتاب السيرة النبوية
[আবদুর রহমান আল বান্না বলেন, এ হাদীস আমরা অন্য কোথাও পাই নি। এ হাদীসের রাবীগণ নির্ভরযোগ্য।]
[আবদুর রহমান আল বান্না বলেন, এ হাদীস আমরা অন্য কোথাও পাই নি। এ হাদীসের রাবীগণ নির্ভরযোগ্য।]