মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৫৪১
আন্তর্জাতিক নং: ২৪৯৯৮
পবিত্রতা অর্জন
(27) পরিচ্ছেদঃ ইস্তিহাযাগ্রস্ত মহিলাদের জন্য যা নিষিদ্ধ তার কিছুই নিষিদ্ধ নয়
আয়িশা (রা) তাঁর থেকে আরও বর্ণিত যে, তিনি বলেন, রাসূল (ﷺ) -এর সাথে তাঁর জনৈকা স্ত্রী ইস্তিহাযাগ্রস্ত অবস্থায় ইতিকাফ করেন। তখন তিনি হলুদ ও লাল স্রাব দেখতেন। কখনও কখনও আমরা তাঁর নামায পড়াবস্থায় তাঁর নীচে তস্তরী রেখে দিতাম।
كتاب الطهارة
(27) باب في أن الاستحاضة لا تمنع شيئا من موانع الحيض
(45) وعنها أيضًا قالت اعتكفت مع رسول الله صلى الله عليه وسلم امرأة من أزواجه مستحاضة فكانت ترى الصُّفرة والحمرة فربّما وضعنا الطّست تحتها وهي تصلِّي

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) (خ. د. هق)

[বুখারী, আবু দাউদ ও বাইহাকী কর্তৃক বর্ণিত ।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান