মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৫৪০
আন্তর্জাতিক নং: ২৫০৫৯
পবিত্রতা অর্জন
(27) পরিচ্ছেদঃ ইস্তিহাযাগ্রস্ত মহিলাদের জন্য যা নিষিদ্ধ তার কিছুই নিষিদ্ধ নয়
আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন, নবী (ﷺ) বলেছেন, ইস্তিহাযাগ্রস্ত মহিলারা নামায পড়তে থাকবে এমনকি বিছানায় রক্তের ফোঁটা পড়তে থাকলেও।
كتاب الطهارة
(27) باب في أن الاستحاضة لا تمنع شيئا من موانع الحيض
(44) عن عائشة رضي الله عنها عن النُّبيّ صلى الله عليه وسلم قال تصلَّي المستحاضة وإن فطر الدَّم على الحصير

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) لم أقف عليه وسنده جيد

[আবদুর রহমান আল বান্না বলেন। এ হাদীসটি আমি অন্য কোথাও পাই নি। তবে তার সনদ উত্তম ।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান