মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৪৫
নামাযের অধ্যায়
(১৮) কোন ব্যক্তি যখন পৃথক সালাতে দাঁড়ায় তখন তার কিরাআত সরবে পাঠ করা নিষেধ বিষয়ক পরিচ্ছেদ
(৫৪১) বাইয়াদ্বী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) জনতার উদ্দেশ্যে (তাদের অবস্থা অবলোকন করার জন্য) বের হলেন ঐ সময় তাঁরা সালাত আদায় করছিলেন এবং কিরাআতে তাঁদের স্বর উঁচু করছিলেন। তখন রাসূল (ﷺ) বললেন, নিশ্চয়, মুসল্লী তাঁর প্রভুর নিকট একান্তে কাকুতি মিনতি করছে। সুতরাং প্রত্যেকেই যেন তার প্রার্থনার প্রতি খেয়াল রাখে। আর তোমাদের কেউ যেন কুরআন তিলাওয়াতে অন্যের চেয়ে স্বর-উঁচু না করে।*
*তার পুরানাম ফারওয়া ইবন আমর। তার বংশের বায়াদা ইবন্ আমের-এর নামানুসারে তাকে এ নামে ডাকা হয়।
(ইমাম মালিক (র) হাদীসখানা মারফু হিসেবে সহীহ সনদে বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
(18) باب النهي عن الجهر بالقراءة فى الصلاة اذا هو سن على مصل آخر
(545) عن البياضيَّ (3) رضى الله عنه أنَّ رسول الله صلى الله عليه وسلم خرج على النَّاس وهم يصلُّون وقد علت أصواتهم بالقراءة فقال إنَّ المصلِّى يناجى ربَّه عزَّ وجلَّ فلينظر ما يناجيه، ولا يجهر بعضكم على بعضٍ بالقرآن
tahqiqতাহকীক:তাহকীক চলমান