মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৫৩৮
আন্তর্জাতিক নং: ২৪৮৭৯
পবিত্রতা অর্জন
(২৬) পরিচ্ছেদঃ ইস্তিহাযাগ্রস্ত মহিলারা সম্ভব হলে প্রতি নামাযের জন্য গোসল করবে, অথবা দুই নামাযের জন্য এক গোসল করবে বলে যারা বলেন তাদের দলীল
আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, সালামা (অপর এক বর্ণনা মতে সুহাইলা) বিনতে সোহাইল ইবন্ আমর, এর রক্তস্রাব আরম্ভ হয়। অতঃপর তিনি রাসূলুল্লাহর কাছে এসে তাঁকে এ প্রসঙ্গে জিজ্ঞাসা করেন। তখন রাসূল (ﷺ) তাকে প্রতি নামাযের সময় গোসল করার আদেশ করেন। যখন তার পক্ষে তা করা কষ্টকর হল তখন তাকে যোহর আসর এর নামায এক গোসলে একত্রিত করতে এবং আর মাগরিব এশাকে এক গোসলে একত্রিত করতে আদেশ করেন। আর সকালের নামায এক গোসলে পড়তে আদেশ করলেন।
كتاب الطهارة
(26) باب حجة من قال تغتسل المستحاضة لكل صلاة إنَّ قررت
(أو تجمع بين الصلاتين بغسل)
(أو تجمع بين الصلاتين بغسل)
(42) عن عائشة رضي الله عنها قالت إنّ سلمة (وفي رواية سهيلة) بنت سهيل بن عمرو استحيضت فأتت رسول الله صلى الله عليه وسلم فسألته عن ذلك، فأمرها
بالغسل عند كلِّ صلاة فلمَّا جهدها ذلك أمرها أن تجمع بين الظُّهر والعصر بغسل، والمغرب والعشاء بغسل، والصُّبح بغسل
بالغسل عند كلِّ صلاة فلمَّا جهدها ذلك أمرها أن تجمع بين الظُّهر والعصر بغسل، والمغرب والعشاء بغسل، والصُّبح بغسل
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخريجه) (هق. د) قال المنذري في إسناده محمد بن إسحاق بن يسار وقد اختلف في الاحتجاج به
[বাইহাকী ও আবূ দাউদ। মানযিরী বলেন, এর সনদে মুহাম্মদ ইবন্ ইসহাক রয়েছেন তার হাদীস গ্রহণের সম্বন্ধে বিতর্ক রয়েছে।]
[বাইহাকী ও আবূ দাউদ। মানযিরী বলেন, এর সনদে মুহাম্মদ ইবন্ ইসহাক রয়েছেন তার হাদীস গ্রহণের সম্বন্ধে বিতর্ক রয়েছে।]