মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৪১
নামাযের অধ্যায়
(১৮) কোন ব্যক্তি যখন পৃথক সালাতে দাঁড়ায় তখন তার কিরাআত সরবে পাঠ করা নিষেধ বিষয়ক পরিচ্ছেদ
(৫৩৭) আলী (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) নিষেধ করেছেন, যেন কেউ ইশার পূর্বে ও পরে উঁচু স্বরে কিরাআত পাঠ না করে। কারণ এমতাবস্থায় সেই স্বর তার আশে পাশে সালাতরত মুসলিমদের ভুল ও বিভ্রান্তির দিকে পরিচালিত করে।
(আলী (রা) থেকে অন্য এক সনদে বর্ণিত), রাসূল (ﷺ) মাগরিব ও 'ইশার মধ্যবর্তী সময়ে সালাতের মধ্যে একে অপরের সাথে প্রতিযোগিতামূলকভাবে সরবে কুরআন তিলাওয়াত করতে নিষেধ করেছেন।
(এখানে জামায়াত শেষ হওয়ার পূর্বে ও পরে একাকী সালাত আদায়ে কির'আতের কথা বলা হয়েছে।)
(কিরাআত অথবা সালাতের অন্য কোন কাজে ভুল হওয়াই এখানে উদ্দেশ্য।)
(আহমদ ইবন্ আব্দুর রহমান আল বান্না বলেন, আমি হাদীসখানা অন্য কোথাও পাইনি। এর সনদ দুর্বল, তবে আবু হুরায়রা (রা)-এর হাদীস অত্র হাদীসকে শক্তিশালী করেছে।)
كتاب الصلاة
(18) باب النهي عن الجهر بالقراءة فى الصلاة اذا هو سن على مصل آخر
(541) عن علىّ رضى الله عنه أنَّ رسول الله صلى الله عليه وسلم نهى أن يرفع الرَّجل صوته بالقراءة قبل العشاء وبعدها (1) يغلِّط أصحابه وهم يصلُّون (وعنه من طريقٍ ثانٍ) (2) أنَّ رسول الله صلى الله عليه وسلم نهى أن يجهر القوم بعضهم على بعضٍ بين المغرب والعشاء بالقرآن
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৫৪১ | মুসলিম বাংলা