মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৪০
নামাযের অধ্যায়
(১৭) মুক্তাদীর কিরাআত এবং ইমামের কণ্ঠ শুনে তার চুপ থাকা বিষয়ক পরিচ্ছেদ
(৫৩৬) ইমরান ইবন্ হুসাইন (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) জোহরের সালাত আদায় করলেন, তখন পেছন থেকে এক ব্যক্তি সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা' -কিরাআত পাঠ করছিলেন। সালাত শেষে রাসূল (ﷺ) জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে 'সাব্বিহিস্স্না রাব্বিকাল আ'লা' পড়ছিলে? লোকটি বলল, আমি। রাসূল (ﷺ) তখন বললেন, আমি বুঝতে পারছিলাম তোমাদের মধ্যে কেউ আমাকে কিরাআতে জড়িয়ে ফেলছিলে।
(সালাতুয জোহরে কিরাআত নীরবে পাঠ করার কথা থাকলেও সাহাবী সরবে পাঠ করার জন্যই রাসূল (ﷺ)-এর নিকট জড়িয়ে যাচ্ছিল।)
(বুখারী ও মুসলিম একই সনদে এবং নাসাঈ ও দারাকুতনী ভিন্ন সনদে হাদীসখানা উল্লেখ করেছেন।)
(সালাতুয জোহরে কিরাআত নীরবে পাঠ করার কথা থাকলেও সাহাবী সরবে পাঠ করার জন্যই রাসূল (ﷺ)-এর নিকট জড়িয়ে যাচ্ছিল।)
(বুখারী ও মুসলিম একই সনদে এবং নাসাঈ ও দারাকুতনী ভিন্ন সনদে হাদীসখানা উল্লেখ করেছেন।)
كتاب الصلاة
(17) باب ما جاء فى قراءة المأموم وانصاته اذا سمع امامه
(540) عن عمران بن حصينٍ رضى الله عنه قال صلَّى رسول الله صلى الله عليه وسلم الظُّهر فقرأ رجل خلفه بسبِّح اسم ربِّك الأعلى، فلمَّا صلَّى قال أيُّكم قرأ بسبِّح اسم ربِّك الأعلى؟ فقال رجل أنا، قال قد عرفت أنَّ بعضكم خالجنيها (3)