মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৫৩২
আন্তর্জাতিক নং: ২৭৩৬০
পবিত্রতা অর্জন
(২৩) পরিচ্ছেদঃ মুস্তাহাযা ও (অসুস্থতাজনিত স্থায়ী স্রাবগ্রস্ত) মহিলারা তাদের পূর্বাভ্যাস এর উপর ভিত্তি করবে এবং প্রতি নামাযের জন্য ওযূ করবে
উরওয়া ইবন যুবাইর (রা) থেকে বর্ণিত যে, ফাতিমা বিনতে আবূ হুবাইশ (রা) রাসূল (ﷺ)-এর কাছে আসলেন। তারপর তাঁর কাছে দীর্ঘস্থায়ী রক্তস্রাবের ব্যাপারে অভিযোগ করলেন। তখন রাসূল (ﷺ) বললেন, এটা হলো একটা রগ । তুমি দেখ যখন তোমার ঋতুস্রাবের সময় আসবে তখন নামায পড়বে না। আর যখন ঋতুস্রাবের সময় চলে যাবে তখন পবিত্র হয়ে যাবে। তারপর এক ঋতুস্রাব হতে অপর ঋতুস্রাব পর্যন্ত মধ্যের সময় নামায পড়বে।
كتاب الطهارة
(23) باب في المستحاضة تبني على عادتها وفي وضوئها لكل صلاة
(36) عن عروة ابن الزبير أن فاطمة بنت أبي حبيش رضي الله عنها حدَّثته أنّها أتت رسول الله صلى الله عليه وسلم فشكت إليه الدّم، فقال رسول الله صلى الله عليه وسلم إنّما ذلك عرق فانظري إذا أتى قرؤك فلا تصلّي، فإذا مرّ القرء تطهَّري
ثمَّ صلّى ما بين القرء إلى القرء

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) (جه. هق) وسنده جيد

[ইবন্ মাজাহ ও বাইহাকী কর্তৃক বর্ণিত। এ হাদীসের সনদ উত্তম।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান