মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৫৩৩
আন্তর্জাতিক নং: ২৪১৪৫
পবিত্রতা অর্জন
(২৩) পরিচ্ছেদঃ মুস্তাহাযা ও (অসুস্থতাজনিত স্থায়ী স্রাবগ্রস্ত) মহিলারা তাদের পূর্বাভ্যাস এর উপর ভিত্তি করবে এবং প্রতি নামাযের জন্য ওযূ করবে
আয়িশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, ফাতিমা বিনতে আবূ হুবাইশ রাসূল (ﷺ)-এর কাছে আসলেন। তারপর বললেন, আমি ইস্তিহাযাগ্রস্ত হয়েছি। রাসূল (ﷺ) উত্তরে বললেন তোমার ঋতুস্রাবের দিনগুলোতে নামায ছেড়ে দিবে তারপর গোসল করে নিবে এবং প্রতি নামাযের জন্য ওযূ করবে, এমন কি ছাটাইয়ের উপর রক্তের ফোঁটা পড়লেও।
كتاب الطهارة
(23) باب في المستحاضة تبني على عادتها وفي وضوئها لكل صلاة
(37) عن عائشة رضي الله عنها قالت أتت فاطمة بنت أبي حبيش النَّبي صلى الله عليه وسلم فقالت إنَّي استحضت، فقال دعي الصَّلاة أيام حيضك ثم اغتسلي وتوضَّئي عند كلّ صلاة وإن فطر الدَّم على الحصير.
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخريجه) (جه. هق)
[ইবন মাজাহ, বাইহাকী, তিরমিযী আবূ দাউদ, নাসায়ী, ইবন হিব্বান কর্তৃক বর্ণিত।]
[ইবন মাজাহ, বাইহাকী, তিরমিযী আবূ দাউদ, নাসায়ী, ইবন হিব্বান কর্তৃক বর্ণিত।]