মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৫২৭
আন্তর্জাতিক নং: ২৪৩৭০
পবিত্রতা অর্জন
(২১) পরিচ্ছেদঃ ঋতুবতী মহিলার শরীর ও কাপড়-চোপড় পবিত্র।এতদুভয়ের রক্তের স্থান ব্যতীত
আয়িশা (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) নামায পড়ছিলেন এমতাবস্থায় তাঁর ঋতুস্রাব শুরু হলো। তখন তিনি রাসূলুল্লাহ্ দিকে ইঙ্গিত করলেন একটি কাপড় দ্বারা যাতে রক্ত ছিল। তখন রাসূল (ﷺ) নামাযে থেকেই তাকে ইঙ্গিত করে বললেন, ওটা ধুয়ে পেল। তখন আয়িশা (রা) রক্তের স্থানটি ধুয়ে নিলেন। তারপর রাসূল (ﷺ) ঐ কাপড়টি নিলেন এবং তাতে নামায পড়লেন।
كتاب الطهارة
(21) باب في طهارة بدن الحائض وثوبها حاشا موضع الدم منهما
(31) عن عائشة رضي الله عنها أنها طرّقتها الحيضة ورسول الله صلى الله عليه وسلم يصلي فأشارت إلى رسول الله صلى الله عليه وسلم بثوب وفيه دم فأشار إليها رسول الله صلى الله عليه وسلم وهو في الصلاة اغسليه، فغسلت موضع الدم ثم أخذ رسول الله صلى الله عليه وسلم ذلك الثوب فصلى فيه.

হাদীসের তাখরীজ (সূত্র):

[আব্দুর রহমান আল বান্না বলেন, হাদীসটি অন্য কোথাও পাই নি। এর সনদে ইবন্ লাহীয়া রয়েছেন। তবে পরবর্তী হাদীস এর সমর্থন করে।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান