মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৫০৪
আন্তর্জাতিক নং: ২৪০৪৬
পবিত্রতা অর্জন
(১৯) পরিচ্ছেদঃ ঋতুবতী স্ত্রীর সাথে নিম্নাঙ্গের পরিধেয় বস্ত্রের উপর মেলামেশা করা। তাদের সাথে শোয়া ও খাওয়া-দাওয়া করা বৈধ
আয়িশা (রা) ও নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন ।
كتاب الطهارة
(19) باب جواز مباشرة الحائض فيما فوق الازار ومضاجعتها ومؤاكلتها
عن عائشة رضى الله عنها عن النَّبيِّ صلَّى الله عليه وآله وسلَّم مثله
হাদীসের তাখরীজ (সূত্র):
[আবদুর রহমান আল বান্না বলেন, এ হাদীসটি আমি অন্য কোথাও পাই নি। হাদীসটি সহীহ।]
(تخريجه) لم أقف عليه بهذا اللفظ وحكمه كالذي قبله
(تخريجه) لم أقف عليه بهذا اللفظ وحكمه كالذي قبله