মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৫০৩
আন্তর্জাতিক নং: ২৬৮৫৪
পবিত্রতা অর্জন
(১৯) পরিচ্ছেদঃ ঋতুবতী স্ত্রীর সাথে নিম্নাঙ্গের পরিধেয় বস্ত্রের উপর মেলামেশা করা। তাদের সাথে শোয়া ও খাওয়া-দাওয়া করা বৈধ
মাইমূনা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) নিজ স্ত্রীদের সাথে স্রাবাস্থায় ইযার বা লুঙ্গির উপর থেকে মেলামেশা করতেন।
كتاب الطهارة
(19) باب جواز مباشرة الحائض فيما فوق الازار ومضاجعتها ومؤاكلتها
عن ميمونة رضى الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يباشر نساءه فوق الإزار وهنَّ حيَّض

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) (م. هق. وغيرهما)

[মুসলিম ও বাইহাকী কর্তৃক বর্ণিত ।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান