মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৫০০
আন্তর্জাতিক নং: ২৫৯৫১
পবিত্রতা অর্জন
(১৬) পরিচ্ছেদঃ হায়য (ঋতুস্রাব) অবস্থায় যা করা নিষিদ্ধ। ঋতুবর্তী মহিলাকে যেসব ইবাদত কাযা করতে হবে সে প্রসঙ্গে
মু'আযা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়িশা (রা)-কে জিজ্ঞেসা করলাম ঋতুবতী মহিলাদের কেন রোযা কাযা করতে হয় অথচ নামায কাযা করতে হয় না? তিনি বললেন, তুমি কি হারূরী (খারিজী) সম্প্রদায়ের মানুষ? বললাম, আমি হারূরী (খারিজী) সম্প্রদায়ের নই। তবে আমি (জানার জন্য) এ প্রশ্ন করছি। তখন তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে আমাদের ঋতুস্রাব হতো। তখন কোনো কোনো বিষয়ের নির্দেশ দেওয়া হতো। আর কোনো কোনো বিষয়ের নির্দেশ দেওয়া হতো না। খারিজী সম্প্রদায়ের মানুষেরা ঋতুবতী মহিলাদের নামায কাযা করতে বলে। আমাদেরকে রোযা কাযা করার নির্দেশ দিতেন, আর নামায কাযা করার জন্য নির্দেশ দিতেন না।**
كتاب الطهارة
(16) باب موانع الحيض وما تقضى الحائض من العبادات
عن معاذة قالت سألت عائشة فقلت ما بال الحائض تقضى الصَّوم ولا تقضى الصَّلاة؟ فقالت أحروريَّة أنت؟ قلت لست بحروريِّة
ولكنِّي أسأل، قالت قد كان يصيبنا ذلك مع رسول الله صلى الله عليه وسلم فتؤمر ولا نؤمر فيأمر بقضاء الصَّوم ولا يأمر بقضاء الصَّلاة

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) (ق. والأربعة)

[বুখারী, মুসলিম ও চার সুনান গ্রন্থে বর্ণিত । ]

** [খারিজী সম্প্রদায়ের মানুষেরা ঋতুবতী মহিলাদের নামায কাযা করতে বলে ।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান