মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৪৯৯
আন্তর্জাতিক নং: ২৪৫৩৮
পবিত্রতা অর্জন
(১৬) পরিচ্ছেদঃ হায়য (ঋতুস্রাব) অবস্থায় যা করা নিষিদ্ধ। ঋতুবর্তী মহিলাকে যেসব ইবাদত কাযা করতে হবে সে প্রসঙ্গে
আয়িশা (রা) থেকে বর্ণিত, (উম্মে হাবীবা বিন্ত জাহশ-এর ঘটনায়) রাসূল (ﷺ) তাঁকে বলেছিলেন, যখন ঋতুস্রাবের সময় হয়, তখন নামায পড়া বাদ দেবে। আর যখন তা চলে যাবে, তখন গোসল করে নেবে। তারপর নামায পড়বে।
كتاب الطهارة
(16) باب موانع الحيض وما تقضى الحائض من العبادات
عن عائشة رضى الله عنها (فى قصة أمِّ حبيبة بنت جحش) أنَّ النَّبيَّ صلى الله عليه وسلم قال لها فإذا أقبلت الحيضة فدعى الصَّلاة وإذ أدبرت فاغتسلى ثمَّ صلِّى
হাদীসের তাখরীজ (সূত্র):
أخرجه الشيخان
[বুখারী, মুসলিম কর্তৃক বর্ণিত]
[বুখারী, মুসলিম কর্তৃক বর্ণিত]