মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪৮৬
আন্তর্জাতিক নং: ৯৮৬২ -
পবিত্রতা অর্জন
(১৪) পরিচ্ছেদঃ সুন্নত গোসলসমূহের বিবরণ। এতে কয়েকটি অনুচ্ছেদ রয়েছে। দ্বিতীয় অনুচ্ছেদঃ মুর্দা গোসলদানের জন্য গোসল করা ও মুর্দা বহনের কারণে ওযূ করা প্রসঙ্গে।
(৪৮৬) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোন মুর্দাকে গোসল করাবে সে যেন গোসল করে নেয়। আর যে তাকে বহন করবে সে যেন ওযূ করে।
(দ্বিতীয় এক সূত্রে তাঁর থেকে বর্ণিত আছে,) নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেন তাকে (মুর্দা) গোসল করালে গোসল করতে হবে। আর তাকে বহন করলে ওযূ করতে হবে।
(তৃতীয় এক সূত্রে তাঁর থেকে বর্ণিত আছে।) রাসূল (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোন মুর্দাকে গোসল দেয়াবে সে যেন গোসল করে নেয় ।
كتاب الطهارة
(14) باب فى الاغتسالات المسنونة وفيه فصول
(الفصل الثانى فى الغسل من غسل الميت والوضوء من حى)
(486) عن بة هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من غسل
ميتًا فليغتسل ومن حمله فليتوضَّأ
(وعنه من طريق ثان) عن النبي صلى الله عليه وسلم أنه قال من غسلها الغسل ومن حملها الوضوء
(وعنه من طريق ثالث) قال قال رسول الله صلى الله عليه وسلم من غسل ميتا فليغتسل
tahqiqতাহকীক:তাহকীক চলমান