মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪৮৫
আন্তর্জাতিক নং: ২৫১৯০
পবিত্রতা অর্জন
(১৪) পরিচ্ছেদঃ সুন্নত গোসলসমূহের বিবরণ। এতে কয়েকটি অনুচ্ছেদ রয়েছে। প্রথম অনুচ্ছেদঃ প্রসঙ্গে একত্রে আগত হাদীসসমূহ
(৪৮৫) আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, মহানবী (ﷺ) বলেছেন, চারটি কারণে গোসল করা হবে, জুমু'আ, জানাবত, রক্তমোক্ষণ ও মৃতকে গোসল করানো ।
كتاب الطهارة
(14) باب فى الاغتسالات المسنونة وفيه فصول
(الفصل الاول فيما جاء من ذلك مجتمعا)
(485) عن عاشئة رضى الله عنها عن النَّبيِّ صلى الله عليه وسلم أنَّه قال يغتسل من أربع، من الجمعة والجنابة والحجامة وغسل الميِّت
tahqiqতাহকীক:তাহকীক চলমান