মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪৮১
নামাযের অধ্যায়
নামায পড়ার নিয়ম
(৭) পরিচ্ছেদঃ নামায পড়ার সঠিক নিয়ম
(৭) পরিচ্ছেদঃ নামায পড়ার সঠিক নিয়ম
(৪৮১) মালিক ইবন্ লাহিয়ারিস আল লাইসী (রা) থেকে বর্ণিত, তিনি একদিন তাঁর সঙ্গীদের বললেন, আমি কি তোমাদেরকে রাসূল (ﷺ)-এর নামায কিরূপ ছিল তা দেখাবো? রাবী বলেন, সেটা কোন নামাযের ওয়াক্তে ছিল না। তারপর তিনি উত্তমভাবে প্রশান্তির সাথে দাঁড়ালেন, তারপর উত্তমভাবে রুকু করলেন, তারপর মাথা উঠালেন এবং কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, তারপর সিজদা করলেন, অতঃপর মাথা উঠালেন। বসার জন্য তাকবীর বললেন, তারপর কিছুক্ষণ অপেক্ষা করে পুনরায় সিজদা দিলেন। আবু কিলাবা বলেন, তিনি আমাদের এ শায়খের নামাযের মত নামায পড়লেন, অর্থাৎ আমর ইবন্ সালামা আল জুরমীর মত নামায পড়লেন। জুরমী রাসূলের যুগের ইমাম ছিলেন। আইয়ূব বলেন, আমি আমর ইবন্ সালামাকে এমন কিছু কাজ করতে দেখেছি যা তোমরা করো না। তিনি যখন দু'সিজদা থেকে মাথা উঠাতেন তখন সোজা হয়ে কিছুক্ষণ বসতেন তারপর দ্বিতীয় ও চতূর্থ রাকা'আতের জন্য দাঁড়াতেন।
( বুখারী, মুসলিম।)
( বুখারী, মুসলিম।)
كتاب الصلاة
أبواب صفه الصلاة
(7) باب جامع صفة الصلاة
(7) باب جامع صفة الصلاة
(481) عن أيُّوب عن أبى قلابة عن مالك بن الحُويرث الليثىِّ (رضى الله عنهُ) أنَّهُ قال لأصحابه يومًا ألا أريكُم كيف كانت صلاةُ رسول الله صلى الله عليه وسلم، قال وذلك فى غير حين صلاةٍ، فقام فأمكن القيام (3) ثُمَّ ركع غأمكن الرّكُوع، ثُمَّ رفع رأسهُ وانتصب قائمًا هُنيّة (4) ثُمَّ سجد، قال أبو قلابة فصلَّى صلاة كصلاة شيخنا هذا يعنى عمرو بن سلمه الجرمىَّ، وكان يؤم على عهد النَّبىِّ صلى الله عليه وسلم، قال أيّوبُ فرأيت عمرو بن سلمه سصنعُ شيئًا لا أراكُم تصنعُونُه، كان إذا رفع رأسهُ من السَّجدتين استوى قاعدًا ثُمّ قام من الرَّعة الأولى والثالثة (5)