মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৪৫৪
আন্তর্জাতিক নং: ১৪১১৩
পবিত্রতা অর্জন
(৮) পরিচ্ছেদঃ গোসলের বিবরণ এবং তার পূর্বে ওযূ করা প্রসঙ্গে
(৪৫৪) উবাইদুল্লাহ ইবন্ মিকসাম থেকে বর্ণিত, তিনি বলেন, হাসান ইবন্ মুহাম্মাদ জাবির ইবন্ আব্দুল্লাহ (রা)-কে জিজ্ঞাসা করলেন, জানাবতের গোসল সম্বন্ধে। তিনি উত্তরে বললেন, তুমি চুল ভিজাবে এবং চুলের গোড়া ধুইবে। তিনি বললেন, রাসূল (ﷺ) কিভাবে গোসল করতেন? তিনি বলেন, তিনি তাঁর মাথার উপর পানি ঢেলে দিতেন তিনবার। (অপর এক বর্ণনায় আছে, তারপর তাঁর দেহের উপর পানি ঢেলে দিতেন।) তিনি বললেন, আমার মাথায় চুল তো বেশী। জাবির বললেন, রাসূলুল্লাহর মাথার চুল তোমার চেয়ে বেশী এবং উত্তম ছিল।
كتاب الطهارة
(8) باب فى صفة الغسل والوضوء قبله
(454) عن عبيد الله بن مقسم قال سأل الحسن بن محمَّد جابر بن عبد الله رضى الله عنهما عن الغسل من الجنابة، فقال تبلُّ الشَّعر وتغسل البشرة، قال فكيف كان رسول الله صلى الله عليه وسلم يغتسل، قال كان يصبُّ على رأسه ثلاثًا (وفى رواية ثمَّ يفيض الماء على جلده) قال إنَّ رأسي كثير الشَّعر، قال كان رأس رسول الله صلى الله عليه وسلم أكثر من رأسك وأطيب
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخريجه) (ق. نس)
[বুখারী, মুসলিম ও নাসায়ী কর্তৃক বর্ণিত।]
[বুখারী, মুসলিম ও নাসায়ী কর্তৃক বর্ণিত।]