মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪৫৩
আন্তর্জাতিক নং: ২৮০০
পবিত্রতা অর্জন
(৮) পরিচ্ছেদঃ গোসলের বিবরণ এবং তার পূর্বে ওযূ করা প্রসঙ্গে
(৪৫৩) ইবন্ আব্বাস (রা) আযাদকৃত গোলাম শু'বা থেকে বর্ণিত, ইবন্ আব্বাস যখন জানাবতের-এর গোসল করতেন তখন ডান হাতে বাম হাতের উপর পানি ঢালতেন। তারপর তা সাতবার ধুইতেন পানির পাত্রে ঢুকানোর আগে, একবার ভুলে গেলেন কতবার হাতের উপর পানি ঢেলেছেন। তখন আমাকে জিজ্ঞাসা করলেন কতবার ঢেলেছি? আমি জবাবে বললাম, আমি জানি না। (একথা শুনে) তিনি বললেন, তুমি মাতৃহীন! (হতভাগা!) কেন জান না? তারপর নামাযের জন্য যেরূপ ওযূ করতেন সেরূপ ওযূ করলেন, তারপর মাথা ও শরীরের উপর পানি ঢেলে দিলেন এবং বললেন, রাসূল (ﷺ) এভাবেই পবিত্র হতেন অর্থাৎ গোসল করতেন।
كتاب الطهارة
(8) باب فى صفة الغسل والوضوء قبله
(453) عن شعبة مولى ابن عبَّاس أنَّ ابن عبَّاس رضى الله عنهما كان إذا اغتسل من الجنابة أفرغ بيده اليمنى على اليسرى فغسلها سبعًا قبل أن يدخلها فى الإناء، فنسى مرَّةً كم أفرغ على يده فسألنى كم أفرغت؟ فقلت لا أدري فقال لا أمَّ لك ولم لا تدري ثمَّ توضَّأ للصَّلاة ثمَّ
يفيض الماء على رأسه وجسده وقال هكذا كان رسول الله صلى الله عليه وسلم يتطهَّر يعنى يغتسل

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) (د) وقال المنذري في تلخيصه شعبة هذا هو أبو عبد الله ويقال أبو يحيى موالي عبد الله بن عباس مدني لا يحتج بحديثه أهـ

[আবূ দাউদ কর্তৃক বর্ণিত। মুনযিরী বলেন শুবার হাদীস দ্বারা দলিল দেয়া যায় না। হাদীসটি দুর্বল ও অগ্রহণযোগ্য।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান