মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৪১
নামাযের অধ্যায়
(৪) পরিচ্ছেদ: মুসাফিরের জন্য বাহনের উপরে যে দিকে তার মুখ থাকে সেদিকে মুখ করে নফল নামায পড়া জায়িয
(৪৪১) আনাস ইবন্ সিরীন (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস ইবন মালিক (রা) সিরিয়া থেকে ফেরার পথে "আইনুত তামার" নামক স্থানে তাঁর সাথে আমাদের সাক্ষাৎ হল, তিনি কিবলা মুখী না হয়ে বাহনের ওপর নামায পড়ছিলেন। আমি তাঁকে জিজ্ঞেস করলাম, আপনি কিবলামুখী না হয়ে নামায পড়ছেন? তিনি বললেন, আমি যদি রাসূল (ﷺ)-কে এরূপ করতে না দেখতাম তাহলে আমিও করতাম না।
(বুখারী, মুসলিম, মালিক।)
كتاب الصلاة
(4) باب جواز تطوع المسافر على راحلة حيث توجهت به
(441) عن أنس بن سيرين قال تلقَّينا أنس بن مالكٍ حين قدم من الشام (1) فلقيناهُ بعين وهُو يُصلَّي على دابته لغير القبلة، فقُلنا لهُ إنَّك تُصلى إلى غير القبلة، فقال لولا أنَّة رأيتُ رسُول الله صلى الله عليه وسلم يفعلُ ذلك ما فعلتُ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৪৪১ | মুসলিম বাংলা