মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪৪০
নামাযের অধ্যায়
(৪) পরিচ্ছেদ: মুসাফিরের জন্য বাহনের উপরে যে দিকে তার মুখ থাকে সেদিকে মুখ করে নফল নামায পড়া জায়িয
(৪৪০) নাফে' (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবন্ উমর (রা)-কে তাঁর বাহনের উপর নফল নামায পড়তে দেখেছি, যে দিকেই তার মুখ থাকত না কেন। আমি তাঁর সামনে বিষয়টি উল্লেখ করলে তিনি বললেন, আমি আবুল কাসিম (ﷺ)-কে এমন করতে দেখেছি।
(মুসনাদে আহমদ, হাদীসটির সনদ উত্তম।)
(মুসনাদে আহমদ, হাদীসটির সনদ উত্তম।)
كتاب الصلاة
(4) باب جواز تطوع المسافر على راحلة حيث توجهت به
(440) عن نافعٍ قال رأيت ابن عمر يصلِّى على دابَّته التطَّوع حيث توجَّهت به، فذكرت له ذلك فقال رأيت أبا القاسم صلى الله عليه وسلم يفعله