মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪৩২
আন্তর্জাতিক নং: ১২২২২
পবিত্রতা অর্জন
(৪) পরিচ্ছেদঃ স্বপ্নদোষের কারণে বীর্যপাত হলে গোসল ওয়াজিব হওয়া প্রসঙ্গে
(৪৩২) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, উম্মে সুলাইম (রা) রাসূল (ﷺ)-কে জিজ্ঞাসা করলেন জনৈক মহিলা স্বপ্নে তাই দেখেন যা পুরুষেরা দেখে থাকেন। তখন রাসূল (ﷺ) বললেন, তোমাদের মধ্যে যারা এরূপ স্বপ্ন, দেখে তাতে তার বীর্যপাত হলে সে যেন গোসল করে। উম্মে সালামা (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ! এরূপ কি হয়? তিনি বললেন, হ্যাঁ । পুরুষের বীর্য ঘন এবং সাদা। আর মহিলার বীর্য (রস) হলুদ ও পাতলা। এতদুভয়ের মধ্যে যেটা অগ্রবর্তী হবে, অথবা প্রাধান্য পাবে সন্তান তার সাদৃশ্য হবে।
كتاب الطهارة
(4) باب وجوب الغسل على من احتلك اذا أنزل
(432) عن أنس بن مالك رضى الله عنه أنَّ سليم سألت النَّبيَّ صلى الله عليه وسلم عن امرأة ترى فى منامها ما يرى الرَّجل، فقال النَّبيُّ صلى الله عليه وسلم من رأت ذلك منكنَّ فأنزلت فلتغتسل، قالت أمُّ سلمة أو يكون ذلك يا رسول الله؟ قال نعم، ماء الرَّجل غليظ أبيض، وماء المرأة أصفر رقيق، فأيهما سبق أو علا أشبهه الولد

হাদীসের তাখরীজ (সূত্র):

(م. هق. جه) (تخريجه)

[মুসলিম, বাইহাকী ও ইবন্ মাজাহ কর্তৃক বর্ণিত ।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান