মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৪
নামাযের অধ্যায়
(৯) পরিচ্ছেদ: ইশার নামাযের সময় এবং বেদুইনরা ইশার পরে গল্পগুজব করা এবং ইশাকে 'আতামা' বলা মাকরূহ
(১৪৪) জুহাইনা গোত্রের এক ব্যক্তি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (ﷺ)-কে জিজ্ঞাসা করলাম, কখন ইশার নামায পড়বো? তিনি বলেন, রাত যখন সকল প্রান্তকে আবৃত করবে (যখন পুরোপুরি রাত হয়েছে বুঝতে পারবে) তখন ইশার নামায পড়বে।
(হায়ছামী বলেন, হাদীসটি আহমদ বর্ণনা করেছেন এবং বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
كتاب الصلاة
(9) باب وقت صلاة العشاء وكراهة السمر بعدها وتسميتها بالعتمة
(144) عن رجلٍ من جهينة قال سألت رسول الله صلى الله عليه وسلم متى أصلِّي العشاء؟ قال إذا ملأ اللَّيل بطن كلِّ وادٍ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান