মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৩
নামাযের অধ্যায়
(৯) পরিচ্ছেদ: ইশার নামাযের সময় এবং বেদুইনরা ইশার পরে গল্পগুজব করা এবং ইশাকে 'আতামা' বলা মাকরূহ
(১৪৩) নু'মান ইবন্ বশীর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মানুষদের মধ্যে রাসূল (ﷺ)-এর ইশার নামাযের সময় সম্পর্কে সবচেয়ে বেশী অবগত, অথবা প্রায় সবচেয়ে বেশী অবগত। রাসূল (ﷺ) মাসের ৩য় দিনের চাঁদ অস্ত যাবার পর ইশার নামায আদায় করতেন। (একই বর্ণনাকারীর অপর বর্ণনায়) মাসের ৩য় অথবা ৪র্থ রাতের চাঁদ অস্ত যাওয়ার পর তিনি (ﷺ) ইশার নামায পড়তেন।
(আবু দাউদ, তিরমিযী, নাসাঈ। সনদ সহীহ।
(আবু দাউদ, তিরমিযী, নাসাঈ। সনদ সহীহ।
كتاب الصلاة
(9) باب وقت صلاة العشاء وكراهة السمر بعدها وتسميتها بالعتمة
(143) عن النُّعمان بن بشير رضى الله عنه قال إنِّي أعلم النَّاس أو كأعلم النَّاس بوقت صلاة رسول الله صلى الله عليه وسلم للعشاء، كان يصلِّيها بعد سقوط القمر في اللَّيلة الثَّالثة من أوَّل الشَّهر (وعنه من طريقٍ ثانٍ بنحوه وفيه) كان يصلِّيها مقدار ما يغيب القمر ليلة ثالثةٍ أو رابعةٍ.