মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ১৩৮
পবিত্রতা অর্জন
তৃতীয় অনুচ্ছেদ: কোন্ কোন্ দ্রব্য ঢিলা হিসাবে ব্যবহার করা বৈধ ও কোন্ কোন্ দ্রব্য ব্যবহার করা বৈধ নয়
(১৩৮) জাবির ইবন্ আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোবর-ঘুটে বা হাড় দিয়ে ইসতিন্জা করতে নিষেধ করেছেন।
(মুসলিম ও অন্যান্য)
(মুসলিম ও অন্যান্য)
كتاب الطهارة
الفصل الثالث فيما يجوز الاستجمار به وما لا يجوز
(138) عن جابر بن عبد الله رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم نهى أن يستنجى ببعرة أو بعظم