মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৪
নামাযের অধ্যায়
(৭) পরিচ্ছেদঃ মাগরিবের নামাযের সময় এবং মাগরিবের নামায যে দিনের বিতর তার বিবরণ
(১৩৪) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল (ﷺ)-এর সাথে মাগরিবের নামায পড়তাম। অতঃপর আমাদের মধ্য থেকে কোন ব্যক্তি বনী সালামায় আসতো এমতাবস্থায় যে, সে তাঁর তীরের পতিত স্থান দেখতে পেত।
(হাদীসটির সনদ ভালো।)
كتاب الصلاة
(7) باب وقت المغرب وأنها وتر صلاة النهار
(134) عن أنس بن مالكٍ رضى الله عنه قال كنَّا نصلِّى مع رسول الله
صلى الله عليه وسلم الغرب ثمَّ يجيُّ أحدنا إلى بني سلمة وهو يرى مواقع نبله.
tahqiqতাহকীক:তাহকীক চলমান