মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৪
নামাযের অধ্যায়
(৪) পরিচ্ছেদঃ আসরের নামাযের সময় এবং এতদসংক্রান্ত বিষয়ে
(১১৪) একই বর্ণনাকারী (আনাস ইবন মালিক (রা)) বলেন, সূর্য বেশ উপরে থাকা অবস্থায় রাসূল (ﷺ) আসরের নামায আদায় করতেন। তখন আমি মদীনার উপকণ্ঠে আমার পরিবারের নিকট ফিরে আসতাম এবং তাদেরকে বলতাম, রাসূল (ﷺ) নামায পড়ে নিয়েছেন, সুতরাং তোমরা উঠো নামায (আসর) পড়ে নাও।
(নাসায়ী এবং তাহাবী, আবু ইয়ালা ও বাযযার। হাদীসটির বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
(নাসায়ী এবং তাহাবী, আবু ইয়ালা ও বাযযার। হাদীসটির বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
كتاب الصلاة
(4) باب وقت العصر وما جاء فيها
(114) وعنه قال كان النَّبي صلى الله عليه وسلم يصلِّى العصر والشَّمس بيضاء محلقَّةٌ فأرجع إلى أهلى وعشيرتي فى ناحية المدينة فأقول إنَّ رسول الله صلَّى الله عليه وآله وسلَّم قد صلَّى فقوموا فصلُّوا