মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০১
নামাযের অধ্যায়
(২) পরিচ্ছেদঃ জোহরের নামাযের সময় এবং তা অবিলম্বে আদায়ের প্রসঙ্গে
(১০১) একই বর্ণনাকারী (আনাস রা) বলেন, রাসূল (ﷺ) শীতকালে যোহরের নামায এমন সময় পড়তেন যে, আমরা ঠিক বুঝে উঠতে পারতাম না যে, দিনের অধিকাংশ সময় চলে গেছে না বাকী আছে।
(আব্দুর রাজ্জাক ও বায়হাকী এবং হাদীসটির সনদ উত্তম।)
(আব্দুর রাজ্জাক ও বায়হাকী এবং হাদীসটির সনদ উত্তম।)
كتاب الصلاة
(2) باب في وقت الظهر وتعجيلها
(101) وعنه أيضًا أنَّ رسول الله صلى الله عليه وسلم كان يصلِّى صلاة الظهر أيَّام الشتاء وما ندرى ما ذهب من النَّهار أكثر أو ما بقى منه