মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০০
নামাযের অধ্যায়
(২) পরিচ্ছেদঃ জোহরের নামাযের সময় এবং তা অবিলম্বে আদায়ের প্রসঙ্গে
(১০০) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) সূর্য ঢলে পড়ার সময় জোহরের নামায পড়তেন।
(তিরমিযীর মতে হাদীসটি বিশুদ্ধ। বুখারীতে উল্লেখ আছে যে, রাসূল (ﷺ) সূর্য ঢলে পড়লে যোহরের নামাযের জন্য বের হতেন।)
كتاب الصلاة
(2) باب في وقت الظهر وتعجيلها
(100) عن أنس بن مالك رضى الله عنه أنَّ رسول الله صلى الله عليه وسلم صلَّى الظُّهر حين زالت الشَّمس
tahqiqতাহকীক:তাহকীক চলমান