মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

২. ঈমান ও ইসলামের বর্ণনা

হাদীস নং: ৯৮
আন্তর্জাতিক নং: ২১২৯২
ঈমান ও ইসলামের বর্ণনা
(১১) পরিচ্ছেদঃ মু'মিনের মর্যাদা, তাঁর গুণাগুণ ও বৈশিষ্ট্য প্রসঙ্গে
(৯৮) ‘যা’ আবূ যর (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ইসলাম হচ্ছে- সহজ-সরল ও অনুকরণযোগ্য । (এবং সেই ইসলাম তার ন্যায়) সহজ-সরল ও অনুকরণযোগ্যের উপরই আরোহণ করে। (এ হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদে আবূ খালাফ নামে একজন মাতরুক রাবী আছে, কাজেই গ্রহণযোগ্য নয় ।)
كتاب الإيمان والإسلام
(11) باب في فضل المؤمن وصفته ومثله
(98) [ز] وعن أبي ذر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال الإسلام
ذلول 1 لا يركب إلا ذلولا
tahqiqতাহকীক:তাহকীক চলমান