মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৮০
আন্তর্জাতিক নং: ১৫৯৭৩
পবিত্রতা অর্জন
(৩) পরিচ্ছেদঃ মযী বা যৌন উত্তেজনা জনিত রস প্রসঙ্গে
(৮০) সাহল ইবন্ (হুনাইফ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মযী যৌন উত্তেজনার কারণে নির্গত রসের জন্য খুব কষ্ট পেতাম এবং এ জন্য বেশী বেশী গোসল করতাম। আমি রাসূলুল্লাহ (ﷺ)কে এ বিষয়ে জিজ্ঞাসা করি । তিনি বলেন, এ জন্য তোমার ওযূ করাই যথেষ্ট। তখন আমি বললাম, আমার কাপড়ে যদি মযী লাগে তাহলে আমি সে কাপড়ের কি করব? তিনি বলেন, তোমার জন্য এটাই যথেষ্ট যে, তুমি এক হাতের তালুতে পানি নিয়ে তোমার কাপড়ের যেখানে তা লেগেছে সেই স্থানটুকু মুছে নেবে।
كتاب الطهارة
(3) باب فيما جاء في المذى
(80) عن سهل ابن حنيف رضى الله عنه قال كنت القى من المذي
شدة فكنت أكثر الاغتسال منه فسألت رسول الله صلى الله عليه وسلم عن ذلك فقال انما يجزيك منه الوضوء فقلت كيف بما يصيب ثوبى فقال يكفيك أن تأخذ كفا من ماء فتمسح بها مكن ثوبك حيث ترى أنه أصاب
شدة فكنت أكثر الاغتسال منه فسألت رسول الله صلى الله عليه وسلم عن ذلك فقال انما يجزيك منه الوضوء فقلت كيف بما يصيب ثوبى فقال يكفيك أن تأخذ كفا من ماء فتمسح بها مكن ثوبك حيث ترى أنه أصاب
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخريجه) (جه د مذ) وقال حسن صحيح
[তিরমিযী, আবূ দাউদ, ইবন্ মাজাহ। তিরমিযী বলেন, হাদীসটি হাসান সহীহ্।]
[তিরমিযী, আবূ দাউদ, ইবন্ মাজাহ। তিরমিযী বলেন, হাদীসটি হাসান সহীহ্।]