মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৭৯
আন্তর্জাতিক নং: ১২৬৩৯
পবিত্রতা অর্জন
(২) পরিচ্ছেদঃ উটের পেশাব প্রসঙ্গে
(৭৯) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, উল গোত্রের কিছু মানুষ রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আগমন করেন। কিন্তু মদিনার আবহাওয়া তাদের অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে (মদীনার বাইরে চারণ-ভূমিতে) কয়েকটি দুধেল উটনীর দেখাশোনার দায়িত্ব প্রদান করেন এবং তাদেরকে উটগুলির দুধ ও পেশাব পানের নির্দেশ দেন।
كتاب الطهارة
(2) باب فيما جاء في بول الابل
(79) عن أنس ابن مالك رضى الله عنه أن أناسا أتوا النبى صلى الله عليه وسلم من مكل (1) فاجتووا المدينة فامر لهم بذود (2) لقاح فأمرهم أن يشربوا من ابوالها والبانها
হাদীসের তাখরীজ (সূত্র):
(বুখারী, মুসলিম ও অন্যান্য)