মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

২. ঈমান ও ইসলামের বর্ণনা

হাদীস নং: ৭৭
আন্তর্জাতিক নং: ২২১৩৮
ঈমান ও ইসলামের বর্ণনা
(১০) পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি ঈমান আনা এবং যে ব্যক্তি তাঁকে না দেখে ঈমান আনে তাঁর ফযীলত প্রসঙ্গে
(৭৭) হযরত আবূ উমামা (রা) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, মুবারকবাদ সেই ব্যক্তির জন্য যিনি আমাকে দেখেছেন এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। মুবারকবাদ সেই ব্যক্তির জন্য যিনি আমাকে দেখেন নি অথচ আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন- এদের জন্য অভিনন্দন সাতবার। [ইবন্ হাব্বান, হাফেজ, হাদীসটি সহীহ]
كتاب الإيمان والإسلام
(10) باب في الإيمان بالنبي صلى الله عليه وسلم وفضل من آمن به ولم يره
(77) وعن أبي أمامة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: طوبى 1 لمن رآني وآمن بي وطوبى لمن آمن بي ولم يرني سبع مرات 2
tahqiqতাহকীক:তাহকীক চলমান